বেনুবন ছায়াতলে জোনাকীরা মুক্ত,
লঘু মেঘের ভাঁজে আজি  চাঁদটাও সুপ্ত।
সুরভিত মায়া কানন, পবনেরই খেলা
পশ্চিমে ঝোপের ধারে ডাহুকেরই মেলা।


ভুতুরে পেঁচার দল শিকারেতে মত্ত,
উত্তাল ধরনী মম অাঁধারে অভিশপ্ত।
কেহবা জন্মিলো আবার কেহবা মরিলো,
ব্যথিত প্রেমিক হৃদয় ঢুকরাইয়া কাঁদিলো।


দখিনা বাতায়নে বেলীরাজের গন্ধ,
পাপাচারে লিপ্ত মানব, হইয়া দিবাঅন্ধ।
আফিমেরই ঘোরে সুধায় ধর্মেরো বানী,
কেবা শোনে কাহার কথা সবাই যেন স্বামী।


রাতভর নির্ঘুম নিশাচর চিত্ত,
দিবাকর জাগি উঠি প্রাতেঃ করে নৃত্য।
রাশভারি গগন আর ভেদকরা রোদ্দুর,
বসুমতী যেন আজ স্বর্গ সমুদ্দুর।


কামনা-বাসনা ছাড়ি চলো বলি সত্য,
নির্মল হৃদয় গঠন হোক মোদেরই ব্রত।
হানা-হানি রেষা-রেষি করি পরিহার,
সবে মিলে গড়ি চলো ভালোবাসার সমাহার!!