চলো যাই চলে, শেষ বলে আর কিছু নেই যেহেতু
মিথ্যা প্রকাশে কি না-বলতে চাইছো সখি?
প্রেম নয়, এ বরং তারই কৌশলে -তোমার গোপন
কলা বেজে ওঠে সোহিনী রাগে। তবু অনন্তের সমারোহে যে আঁধারে সমস্ত জ্ঞান হয় অন্ধ, যেখানে আজও গভীর হয় সুন্দরের জৌলুস -ঠিক সেখানেই যেনো গেছি পৌঁছে সৃষ্টির আনন্দে
কেবল আমরাই কোন এক একমাত্র দোসর বিদায়ের অঙ্গীকারে । সময় তাই ভ্রমণ করেছিলো আমাদের
সঙ্গম জেনেছিলো,তার সাথে দ্যাখা হয়নি কোনদিন!
চলো তবে চলেই যাই,দূর হতে আরও বহুদূরে
যতটা গ্যালে মানুষ পরস্পরের ভয়ংকর নিকটে আসে -অবন্ধনেই!