কাকে বলো নির্জনতা,নিঃসঙ্গতার রকম ফের?
এতো যে নিমগ্ন কোলাহল,শব্দের সমূহ সংকেত
পরিকল্পিত দৃশ্যে নির্মিত হতে থাকে প্রিয় মুখ
যে পথ হয়ে আমাদের ভ্রমণ;প্রাপ্তি অথবা পতনের
তাঁকে রচনা করি এমন ভাষা কই?
এই যে রাত্রির বয়স বেড়ে চললে গভীর আশ্চর্যে
তুমিই হয়ে ওঠো মেডিটেশনের মূখ্য বিষয়
এখানেই যাবতীয় ব্যাখ্যার সার
কোনো এক অবাধ্য ভ্রম;যা বশ করে নিয়েছে অন্য ভ্রমদের