সমস্ত আতশবাজির উড্ডয়মান উজ্জ্বলতার মাঝে খুঁজে ফিরেছি;
যখন ঘোর আঁধারে জোনাকিরা আলোর মিছিল বয়ে আনে
আর নির্জনতার দহনে দগ্ধ একটি কালের কুশপুত্তুলিকা---,
সেই ক্যানভাসের পটে অঙ্কিত এ পৃথিবীর আরেকটি সময়
খরস্রোতা নদীর দু কূলে উপচে পড়া জলের উচ্ছিষ্ট যেন
এ নিরন্তর চরাচরে গেঁথে থাকা এক একটি কীর্তি।


তমসার আদরে লালিত ললনার লজ্জা যখন-
সঙ্গ প্রত্যাশার জর্জরিত উত্তাপে উত্তপ্ত
আর সেই কামনার কষাঘাতে অতিষ্ঠ উন্মাদের দল,
ঠিক তখনই মনে হয়-
এ তো কালগর্ভ হতে উত্তোলিত উত্তপ্ত সময়ের কালস্রোত
যা ক্রমশই লালাভ!-এ আরেকটি সময় যা-
গত হয়ে গেল গত সেকেন্ডে-
এ কি আর ফিরবে কোন কালে?


প্রভাতের কুয়াশাচ্ছন্ন দিবাকর বলে যায়-
' এ এক নবযুগ,এ এক নব আলো তোমাদের জন্য।'
আমি নির্বাক!-আমি নিজে গত হয়ে যাইনি!!
তবে,কোন এক সময়ের মত আমিও বিগত হয়ে যাবো-
কোন এক সময়ে।
তাইতো নতুন সূর্য্যটাও এতটা ভয়ানক-
ঠিক বিগত সূর্য্যের মতই!!