শ্রাবণ ফুরিয়েই তবে এলে--?
কালঝড়ে খসে যাওয়া হৃদয়ে
বৃষ্টিরাও বিষাদের বারি ঝরায়,
প্রাণহীন প্রাণে অন্তিমের গান-
নিষ্প্রাণ সংসার বাঁধে।


নিরবেই সয়ে যাওয়া সংশয় ;
চৈত্রদিনের অলস দুপুরের মত
হৃদয়ে ঘুমন্ত প্রজাপতি আঁকে,
সাঁঝ- মেঘ- রাত্রি - আরো পাহাড়;
নদীরাও বয়ে চলে নিরবধি,
তারা- চাঁদ - কলমিফুল আর পুঁইমাচা;
প্রজাপতির পাখায় প্রজ্বলিত প্রচ্ছদ।


আহা! রাতজাগা পাখিটার মিহি ব্যন্জনায়
কার যেন রাত হারানোর প্রভাত আসে--!
কারো প্রভাত সাজে রাত পোহানোর ঘোরে,
আর,সলতে--পিদিম-- দপ করে নিভে যাওয়া দোয়াত;
এই শহরের সোডিয়াম জ্বালা আলোয়
কারো রাতে হারাতে সাধ জাগা চোখে-(নির্ঘুম)
অলস দুপুরের চোখের পাতায়-
বিকেলের হিজল তলার ছায়া ভাসে।