গল্প হাজার, হয় না লেখা
অন্যরকম পাহাড় নদী,
বুকের ভিতর ভিন্ন কথা -
আবার ফিরে আসতে যদি!


আপন বলে হয় না কেউ
স্বপ্ন কিছু - ভ্রান্ত কথা,
রাত পরীটার গল্প লিখেই
ফুরিয়ে যায় লেখার পাতা।


শেষ গোধূলির নকশিকাঁথায়
সন্ধ্যের আকাশ ভীষন ফিকে,
স্বপ্ন হাজার থমকে গেছে
রাত পরীটার লিপিস্টিকে।