তোমার কষ্টে দিগন্তে হাত রাখি
তোমার অশ্রু ঘাসবিছানায় বাঁচে,
আমার দু'চোখে আকাশের মরা পাখি
লীন হয়ে গেছে আয়নার ভাঙা কাঁচে।


তোমার দুয়ারে নিষেধের তালা ঝোলে  
ফিরে ফিরে যায় বেহিসেবী সাঁঝবেলা,
একটা সন্ধ্যা একলাই কেঁদে ফেরে
নীলচে আকাশে নিদারুণ অবহেলা!


তোমার জানালা বসন্ত লিখে রাখে
আমারটা শুধু ইতিহাস হতে বাকি,
গল্পের শেষে ট্রাজেডির ছেঁড়া পথে
মৃত্যুরা ডাকে - স্বপ্নীল হবি নাকি!


ঠিকানার বুকে বদলের খেলা চলে
বদলে গিয়েছ তারাখসা কোনো রাতে
চেয়ে দেখেছ কি আকাশের কোনো তারা
একলাই জাগে পরিচিত ঠিকানাতে।