অদিতি,
তোমার স্বপ্নে শহুরে শঙ্খচিল
রাজপথে কত লাঠিয়াল প্রিয়জন,
দশক শূন্যে ছাপাতন্ত্রের প্রেম
আঁশটে গহ্বরে সবুজ উন্নয়ন ।


তোমার গোড়ালি চিনে গেছে জনগন
শিশুর রক্তে মেখে নেওয়া বিষদাঁত!
সস্তা কামড়ে সতীত্বে হাহাকার
জুড়ায় দৃষ্টি - বেরঙীন ফুটপাত ।


তোমার কাজলে শকুনির সন্ত্রাস
রক্ত কাপড়ে - সহবাস ডট কম,
আবাল সমাজে ঘুরছে ভাগাড়ি ভূত
পন ভাঙা সব নগ্ন পরিশ্রম ।


অদিতি,
তোমার শহরে শপথের ল্যাম্পপোস্ট
শ্রাবন লিখেছে - অ্যামমেচিওর মেঘ,
বাষ্পায়নের - বিশ্বযুদ্ধ পথ
মাতাল মানবী আবেগের দুই পেগ ।