অদিতি,
তোমার দু'হাতে অভিযোগ কত শত
মৃত্যু চিনেছে নীল পাহাড়ের বাড়ি,
হিমেল বাতাসে মিথ্যে স্বপ্নগুলো
লিখেছে - আবেগ, আদুরে ভ্রষ্টাচারী!


তোমার দু'চোখে কান্নারা ঘুম খোঁজে
জেগে থাকে এক লাল ক্যানভাস ছবি,
বিকেলের শেষে পাখিরাও ডেকে বলে -
'হায় রে অদিতি! কবে তুই বড়ো হবি!'


তোমার দু'পায়ে রাত নূপুরের ধ্বনি
থেমে গেছো কোনো মিথ্যে মোহের টানে!
দেখো একদিন শেষ হয়ে যাবে সবই
নীল বাড়িটাও ভেঙে যাবে অভিমানে।


অদিতি,
তোমার বুকেতে মুছে গেছে সব কথা
স্বপ্নেরা ভাসে লালচে সমুদ্দুরে,
ঘরভোলা মেয়ে সুখে থেকো ঘর বেঁধে
শেষ বাস ধরে চেনা কেউ যাবে ফিরে।