অদিতি,
তোমার আবেগে মদির বর্ণমালা
স্বার্থের পথে বিশ্বযুদ্ধ দেখি,
বেহিসেবী যতো শতদ্রু ভালোলাগা
লাশকাটা প্রেম, অতৃপ্ত মোমবাতি।


তোমার গল্পে প্রশ্নচিহ্নগুলো
জিজ্ঞাসা নয়, ভাঙনের যতো খেলা,
লাল সিঁথিটাকে ঋতুর রক্ত ভেবে
করে গেছ তুমি অহিংস অবহেলা!


তোমার কালিমা চাঁদ হয়ে গেছে দেখো
চাবুক স্বপ্ন রয়ে গেছে ধার-বাকি,
চুম্বনগুলো নিয়ে গেলে সাঁঝ চিলে
অন্য আদরে ভালো থেকো রাত পাখি।


অদিতি,
দুরত্ব লেখে - নষ্ট নদীর কথা
কথার শকুনি তোমাকেই ছিঁড়ে খাবে!
পারলে একটু আলোর এপারে এসো
বিকেলের শেষে প্রদীপ জন্ম পাবে।