এই প্রেমিকা, আসবি আমার গাঁয়ে
দেখবি আমার খড়ের চালার ঘর?
পান্তা ভাত আর উচ্চবিত্ত ঘুমে
লাগবে না গা'য় রোদ বৃষ্টি ঝড়।


এই প্রেমিকা, ওই যে আমার ক্ষেত
দেড় দু'বিঘার একটু আছে ঋণ।
বুকের আঁচল সরবে না কক্ষনো
দেবই গেঁথে নিরব সেপ্টিপিন।


এই প্রেমিকা, একটু এসে দাঁড়া
জল থই থই উঠোনে পা রাখ।
এক গামছায় ঘাম মুছবো রোজই
আষাঢ় শ্রাবন চৈত্র কি বৈশাখ।


এই প্রেমিকা, পদ্মপুকুর যাবি
রাখবি না তুই জল ফড়িঙের খোঁজ?
তোর বৃষ্টিবেলার ছাতা হবো ঠিকই
আর ঘুম বিছানার বালিশ হবো রোজ।