সেগুনের বড়ো পাতাটির তলে ঘুমভাঙানিয়া পাখি
পালকপৃথিবী কার ছায়াপথে সে খবর আমি রাখি ।


সাদাকালো সব ঈশ্বর হাঁটে নিয়ন আলোর পথে
সূর্যগন্ধ আংটির আঁখি দ্যুতির চিত্ররথে ।

কালিপ্রসন্ন কুলুঙ্গি কোণা, খাগের কলমখানি
ঋতুমতী নারী বসন্ত ছুঁলে ঈশ্বর অভিমানী ।


ভালোবাসার এক প্রগাঢ় আস্থায় মহাকাল ছায়াছবি
মিতার মরমে মায়াজাল ভাঙে বিধি আংটির কবি ।


আনারকলির অপেক্ষা ভেজে রাত শিশিরের ঘাসে
এক পৃথিবীর অজিতেশ জাগে নির্জন সহবাসে ।


***(অজিতেশ নাগের "ঈশ্বরের আংটি" কে ভালোবেসে...)***