ছায়াপথ হেঁটে চলে আকাশ পথিক
উড়ে যাওয়া পাখিদের খড়কুটো গান।
আমিও পেয়েছি বেশ মিছিলের ডানা
পায়ে পায়ে ভেঙে গেছে সব অভিমান।।


তুমিও তো বলেছিলে বিকেলের শেষে
পাখিদের মতো উড়ে আসবে আবার?
কত পাখি ফিরে এলো সন্ধ্যের বেলা
তুমি শুধু এই ঘরে ফিরলে না আর!!


অপেক্ষা আর নেই, নেই কোনো পথ
পথ ভোলা নও তুমি, ইচ্ছে স্বাধীন।
আকাশ পথিক জানে ভালোবাসা নয়
প্রয়োজনগুলো ঝরে, পড়ে প্রতিদিন।।