একটা আলোর মতো আলো রুমাল হলেই
রুমাল বাঁধা চোখ, থই থই জল ...
তাঁত নেই, মাঁকু নেই
মেকি মেকি মুখ শুকিয়ে কাঠ


ট্রাক চালকের চেতনা নেই
ল্যাম্পপোষ্টটা ভাঙলেই
উচ্চারিত হয় আধার কার্ডের সংখ্যাগুচ্ছ


গোলাপী কাগজের মিছিলে
ক্রমশ ফিকে হয়ে আসে আলোর রুমাল ...