দখিনা হাওয়ায় ফোটে বাসন্তী ফুল
রক্ত পলাশ বলে ভালো থেক মেঘ,
কবিতারা ফিরে এলে বলে দিও তারে
এখনও রেখেছি বুকে বাধ্য আবেগ।


না লেখা শব্দ কতো ঋতুমতী প্রেম
তোমার মতোই আজ দুষ্টু ভীষন,
ব্যস্ত শহরে তারা অবহেলা পেলে
গোপনেই ফিরবার করে আয়োজন।


এখনও যত্নে রাখি পকেটের ভাঁজে
টুকরো কাগজ আর ছেঁড়া এক মন,
সবাই তো ভালোবাসে,ধরে দুটি হাত
পাশাপাশি হেঁটে তারা যাচ্ছে ক'জন!


কতবার ফিরে গেছে প্রিয়তার মুখ
তবুও রাখিনি মনে কোনো প্রতিশোধ,
আবারও ডেকেছি কত, সময় অসময়
ভালোবাসি বলে গেছে বাসন্তী রোদ।