চাঁদের থেকে জোছনাকে ছিনিয়ে নিতে
তুমি মেঘ হতে চেয়েছিলে একদিন।
তুমি মেঘ হলে, জোছনা পেলে না।


এই শান্ত পৃথিবীকে ভাসিয়ে দিতে
তুমি বৃষ্টি হতে চেয়েছিলে একদিন।
তুমি বৃষ্টি হলে, পৃথিবীকে পেলে না।


তারপর একদিন ফুল হলে। অনেক ফুল।
বসন্ত শেষে ঝরে গেলে।


একদিন তোমার ঈশ্বর হওয়ার সাধ হলো।
তুমি ঈশ্বরও হলো। পুজো করলো না কেউ।
নিজেই নিজেকে পুজো করে
ঈশ্বর হয়ে রইলে অনেকক্ষন, অনেকদিন ...


আত্মসন্তুষ্টির একটা জ্যামিতিতে তুমি
মিথ্যে পুজোর কম্পাস নিয়ে বৃত্ত আঁকতে আঁকতে
হেঁটে গেলে একটা ক্লান্তির দিকে
একটা ঘুমের দিকে, একটা রাতের দিকে ...