জীবাণুর প্রেম, চারিদিকে হাহাকার
আকাশের নীল ঢেকেছে মলিন মেঘ,
শান্তির ছায়া পড়ে না জীবন পথে
মাপতে পারিনি বিরহের গতিবেগ।


আমরা কখনো চাইনি আগুন পথ
চারিদিকে শুধু চিৎকার, মরা লাশ,
যাদের কারনে এতখানি বাড়াবাড়ি
তাদের যে কেন হয় না সর্বনাশ!


কেউই ভাবেনি আসবে এমন দিন
ক্ষুদ্র জীবাণু করবে হাজারো খুন,
ওগো রোদ্দুর, তুমিও এসো না আর
ভারতবর্ষে ভীষন লকডাউন!


আর কতদিন বিষাক্ত ব্যাকরণ
কবরের মাটি, শশ্মানের উত্তাপ!
জীবাণুর নয়, মানুষেরও আছে ভুল
হয় নি কখনো নির্ভুল পরিমাপ।