দরজায় এসে অযথাই ডাকাডাকি
কি ভীষন ঘুম! জেগে আছে তবু তারা।
অন্ধের ঘরে আয়না বিক্রি করে
ভীষন অসুখে ঘুমিয়ে রয়েছে পাড়া!


মূল্যবোধটা নিঃসঙ্গ হয়ে আজও
ঘুরে ফেরে শুধু শহরের অলিগলি।
নিরপেক্ষতা, হজম করার মতো
অভিযোজিত কি হয় নি পাকস্থলী!


ভালো রাখা কাঁদে সক্রেটিসের বিষে
প্রতি ধাপে ধাপে গড্ডালিকার টান।
অন্ধত্বে যে অনুসরনের পথ
সেটাই আসলে ধ্বংসের অভিযান!


পরজীবী প্রেম, পুঁইমাচা ভালোবাসা
মাচার তলাতে ছায়াটা নয় কো ভুল।
তার নীচে পিঠ হয় না কখনো সোজা
কেউ না জানুক, জানে ওই ঝিঙে ফুল।