বিকেল বেলা তপ্ত দিনের শেষে
একটু যদি বৃষ্টি আসে নেমে,
সন্ধ্যে এলেও ফিরব না আর বাড়ি
পথের মাঝে হঠাৎ যাব থেমে!


কালো মেঘের আঁচল ছায়া পথে
বাজবে বাঁশি স্মৃতির কোনো সুরে,
তখন আমি বৃষ্টি ফোঁটা হবো
মেঘের আড়াল, বেহায়া রোদ্দুরে।


ঝড়ের মিছিল ভাঙুক ইচ্ছেগুলো
ইচ্ছেরা আজ ভীষন ব্যক্তিগত,
বৃষ্টিগুলোও জানবে কি আর কভু
আমার চোখেও বৃষ্টি আছে কত!