অভ্যেসে প্রতিদিন ভালোবেসে গেছি
অভ্যেসে কাটাকুটি কাগজের মন
ধীরে ধীরে ছায়া ফেলে ঋতুদের মতো
চলে যাওয়াটা কি ছিল খুব প্রয়োজন!


রোদ্দুর দেখেছে কি! চিনবে কি করে
বিকেলের শেষ পথে সন্ধ্যেটা সেই!
কতবার বুঝিয়েছি, বোঝে নি এ মন
বামপাশে শূন্যের কোনো দাম নেই।


তবুও সে বামে থাকে, ডানে হাত রাখি
স্পর্শেতে যদি টান আরও বেড়ে যায়!
বাড়াবাড়ি, ছাড়াছাড়ি কি দারুন খেলা
তবু থামে না ঘড়ির কাঁটা সস্তা খেলায়!


বুকের পকেট বামে, ছেঁড়া এক সুতো
সুতোর গল্প থাক, পাগলামি ফের!
খুব অজান্তে গল্পটা লিখবে কি কেউ
বামপাশে শায়িত এক হৃদপিন্ডের?