ঘুঁটের দেওয়াল, খড়ের পালুই
মায়ের বোনা কাঁথা,
ছেলেবেলার গান লিখেছে
শুকনো কাঁঠাল পাতা।


ধূলো মাখার সঙ্গীরা আজ
কোথায় গেছে ভেসে?
'খেলবি'? বলে রোজ বিকেলে
কেউ ডাকে না এসে।


ডান্ডা গুলি, ছু কিত কিত
লাটাই ছেঁড়া ঘুড়ি,
পুকুর জলে ডুব সাঁতারে
কত্ত বাহাদুরি!


কেমন করে ভুলবো সে সব
ছেলেবেলার স্মৃতি,
বুকের ঘরে ঝড় তুলেছে  
ব্যথার পরিমিতি।