এই পৃথিবীর লক্ষ লোকের ভিড়ে
কোথায় আমি! আমার পরিচিতি!
আমি না হয়, না চেনাতেই থাকি
তবুও বেঁচে থাকুক কিছু স্মৃতি।


বুকের ভিতর অনুভূতির দেশে
ভাবনা নদী যাবেই যখন বয়ে,
তখন তুমি চুপটি করে থাকো
অচেনা এক রাত বালিকা হয়ে।


হঠাত্ যদি সন্ধ্যে নেমে আসে!
স্পর্শ যদি খোঁজে হাতের চুড়ি,
চুপকথাদের আকাশ বুকে নিয়ে
উড়িয়ে দিও মন খারাপের ঘুড়ি।