তোমার আঁচলে মিশরের আনাগোনা
নীলনদ ছুঁয়ে বাণিজ্য, লেনদেন।
অনুভূতিগুলো মমির কাফনে বেঁধে
বলেছিলে হেসে, আমি নাকি এলিয়েন!


কথার মিছিলে মরুভূমি বেড়ে চলে
নদীমাতৃকা ভালোবাসা বড় কম।
চোখের কাজলে পিরামিড এঁকে এঁকে
তোমার শহরে কি দারুন সংযম!


আমার এ শহর, মৃতের আড্ডাখানা
সিন্ধু নদেতে উড়িয়েছি ছেঁড়া পাল।
চেয়ে দেখো আমি অলিখিত ইতিহাসে
মহেঞ্জোদাড়ো হয়ে গেছি বহুকাল!


আঁচল ছড়িয়ে দাঁড়াও একবার এসে
ধ্বংসাবশেষ তোমায় চিনেছে ঠিক।
শহরের পোড়া ছাইটা দু'হাতে মেখে
করে নিও ঠোঁটে আদুরে লিপিস্টিক।