পথ ফুরোলে পথেই মাদুর পাতি
পথটা তবু ভীষন এলোমেলো,
বদ্ধ ঘরে মেঘ জমিয়ে রাখে-
অষ্টাদশী বিড়ির ধোঁয়াগুলো।


গল্পটা আজ নিকোটিনেই বাঁধা
স্মৃতির প্যাকেজ আনব না আর কিনে,
এডিট করা ফিলিংসগুলো সবই-
থাকবে পড়ে সস্তা পলিথিনে!


তোর মতো তুই থাকিস অনেক ভালো
রাতঘুমে আর উঠবি না তুই কেঁপে,
বোবা বালিশ সঙ্গী করে আজও-
আদর খুঁজি নষ্ট হোয়াটস-অ্যাপে।


মুঠোফোনের স্ক্রিনটা গেছে নিভে  
জট লেগেছে হেডফোনের ওই তারে,
ফুরিয়ে যাওয়া রিচার্জ কার্ডের মতো-
ঘুমিয়ে গেছি গোপন মেসেঞ্জারে।