দু'হাজার বিশ গেলো জীবাণুর বিষে
চারিদিকে কত লাশ, কত হাহাকার,
হে ঈশ্বর, দেখো তুমি, আগত বছর
ভেঙে দেয় যেন সব ব্যথার পাহাড়।


একুশের বুকে থাক নতুনের গান
হেঁটে যাক পায়ে পায়ে রোদের মিছিল,
আরো থাক মিলেমিশে কত হাসিমুখ
ভালোবেসে জেগে থাক আকাশের নীল।


ছিঁড়ে যাক বিষাদের যতো ব্যাকরণ
লেখা হোক না দেখার কালো অধ্যায়,
সুস্থতা, ভালোবাসা লিখবে একুশ
খোলা আকাশের নিচে পাতায় পাতায়।