পথের ধারেতে একটা কিশোরী
দাঁড়িয়ে ছিল যে একা,
বাজারের থেকে ফেরার পথেতে
হঠাত্ই হলো দেখা।


কান্না চোখেতে তাকিয়েছিল সে
শূন্যতা দুই হাতে,
সেই মেয়েটারই গল্প লিখেছে
দুই মুঠো ফ্যান ভাতে।


যাইনি সেদিন মসজিদে আর
যাইনি রে মন্দিরে,
দেখেছি আমার ঈশ্বর ছিল
ওই মেয়েটাকে ঘিরে।


কত মানুষেরা অনাহারে মরে
গলিপথে আঁকে বাঁকে,
আসল পুজোটা মানুষের প্রেমে
মনুষ্যত্বে থাকে।