যোগাযোগে আজ দুরত্ব গেছে কমে
সোশ্যাল মিডিয়া ভালোবাসা অভিমান,
কতজন খোঁজে জীবনের প্রিয় সাথী
বেকারেরা খোঁজে কর্মের সংস্থান।


এখানে অনেকই মিষ্টি মেঘের আলো
প্রশংসা পেয়ে অনেকেই গলে চুপ!
কেউ না জানুক আগ্রাসী নোংরামি
ইনবক্স জানে - তাদের আসল রূপ।


এটা নয় শুধু রোদ্দুর খোলা পাতা  
কেড়ে নেয় কত জীবনের সোজা পথ,
অবশেষে থাকে ব্লকলিস্টের ভিড়ে -
অনুশোচনার অস্ফুট মতামত।


প্ল্যাটফর্ম জুড়ে স্বাধীনতা হাত নাড়ে
হাত নেড়ে যায় ইমোজি দু'চার পিস,
যারা যেটা চায়, স্বভাবত সেটা নেয় -
অমৃত অথবা সক্রেটিসের বিষ!


বুদ্ধিজীবীরা মগজের খেলা খেলে
ধর্মান্ধের আল্লা-রামেতে সুখ,
কত লেখিয়ের কলম মানে না বাধা
এটাই হয়তো আমাদের ফেসবুক।