কে বলেছে এ জীবনে মৃত্যু একবার
পরস্বার্থে মৃত্যু জেনো- হয় বারবার ।


কলমের সাথে কবি কত মৃত্যু মাখে
জেগে থাকা চাঁদ ছাড়া কে বা খোঁজ রাখে ।


চাষীর দু'হাতে বাঁধা লাঙলের বোঁটা
মৃত্যু সুধায় প্রতিচ্ছবি ছাদ চিলেকোঠা ।


দ্বারে দ্বারে কত মৃত্যু মাখে ভিখারিনী
এ সমাজই অবশেষে তার কাছে ঋণী ।


শেষ মৃত্যু শেষ যাওয়া কষ্ট নাই তার
পৃথ্বী ছেড়ে ডিঙে যাওয়া চাঁদের পাহাড় ।


মৃত্যুর আগে মৃত্যু যদি না ভরে এ বুক
ভারসাম্য কুঁড়ে খাবে ভীষন অসুখ ।