নিষেধের খামে লিখেছি সবুজ চিঠি
অক্ষরগুলো হয়ে গেছে কবে নীল!
তোমার শরীরে জেগে থাক জলতারা
আসবে না ফিরে বিষন্ন গাঙচিল।


দু'চোখের মাঝে আলোকবর্ষ দেখি
কথার চাবিতে খোলে অসুখের তালা,
শহর বিছানো শরীরের ভাঁজে ভাঁজে
ফুটে আছে কতো হলুদ বর্ণমালা।


খোলাচুলে মেয়ে হেঁটে যাবে কোন পথে
ছোঁয়াটুকু দিও সন্ধ্যে বেলার দীপে,
আমার জন্য ভালোবাসাটুকু রেখো
দৃষ্টি জুড়ানো কপালের কালো টিপে।


কিবা খোঁজো তুমি আকাশের দিকে চেয়ে
বর্ণমালারা তোমার হাসিতে হাসে,
আকাশটা দেখে কান্না করো না তুমি
মিশে আছি দেখো তোমারই উপন্যাসে।