ইচ্ছে ছিলো - এক পেয়ালা আদর হবো।
শেষ বিকেলে সাঁঝ চুমুকে তোকেই ছোঁবো।।


ইচ্ছে ছিলো - বৃক্ষজন্ম, শ্যাওলা শাড়ি।
কেউ না নিলেও, খবর নিতো দেয়ালঘড়ি।।


ইচ্ছে ছিলো - হলুদ পাখি, ধানের ক্ষেতে।
দেখতো মেয়ে আদর চোখে আসতে যেতে।।


ইচ্ছে ছিলো - জলফড়িঙের ফুরুৎ ডানা।
বলতো না কেউ এ ঘাটে তোর আসতে মানা।।


ইচ্ছে নিয়েই বইছে বাতাস, ফুটছে আলো।
অনিচ্ছে তুই, বুক পকেটেই থাকিস ভালো।।