রাতের বুকে চাঁদ জোনাকি
স্বপ্ন আঁকে কতো,
রাত বিছানায় লুকিয়ে রাখি
হৃদয় ভাঙার ক্ষত।


রাতের কথা বলছে শহর
বলছে নিঝুম পাড়া,
রূপকথাদের গল্প শোনায়
দুর আকাশের তারা।


রাত্রি এলো স্বপ্ন বেঁধে
ঘুমের ডালি নিয়ে,
আজকে নাকি মেঘের ঘরে
চাঁদ তারাদের বিয়ে!


আকাশটা আজ সাজছে রঙে
সাজছে রাতের পাখি,
জোনাক পোকার কাছেই শুধু
নেমতন্ন বাকি!


জোছনা বলে- রাগ করো না
একটু খানি হেসো,
ও জোনাকি, মেঘের ঘরে
বৌ দেখতে এসো।