প্রিয়াঞ্জনা, তোমার পিরিয়ডস হয়?
কতটা সময় তুমি রক্ত নিয়ে খেলো?
কতবার রক্ত তোমায় নিয়ে খেলে?
বদলে যাওয়া যুগের মতো কতবার তুমি
বদলে ফেলো - গোপনের বিপত্তিটুকু?


প্রিয়াঞ্জনা, তুমি প্রিয়তমা নও
তাই প্রশ্নেরা প্রতিহত হতে হতে
ফুল হয়ে ঝরে যায় দেবতার পায়ে!
হিসেবী সংযমের গায়ে গায়ে লেখা হয়
আদুরে আদরের অনাবৃত অক্ষরলিপি...


এদিকে ওদিকে হাসি রোদ্দুর মশকরা চলে -
'মালটার চুল খোলা বেশ!
চলন দেখে বুঝে নে শালা নিশ্চয়ই...!'


ভুলে যাই- দন্ত বিকাশের বত্রিশটা অধ্যায়
না মূল্যের হালখাতা!
কখনো দেখি না -
প্রিয়াঞ্জনাদের অসহ্য যন্ত্রনার ভিতর
কিভাবে খিলিখিলি হাসতে থাকে মা গন্ধের আকাশটুকু
কারন, ভিতর থেকে দরজা খোলার অভ্যেস
আমাদের নেই!


প্রিয়াঞ্জনা, আমাদের বলে দাও -
তেত্রিশ কোটি শুক্রাণুর সাথে লড়াই করে
জন্ম নেওয়ার সবটুকু বায়োলজি


বলে দাও- 'তোমার' পিরিয়ডস 'আমার' জন্ম লেখে একান্তে ...


---- #শ্রীনীল