সেদিন-
কৃষ্ণচূড়ারা ঝরেছিল টুপটাপ
সন্ধ্যাপ্রদীপও নিভেছিল কান্নায়
পৃথিবীর সব নীরবতা বুকে নিয়ে
শুয়েছিলে তুমি মর্গের বিছানায় ।


একটা শরীর জ্বলেছিল দাউদাউ
একটা মৃত্যু - চিতার নগ্ন কাঠ
একটা স্বপ্ন বেরঙীন হাইফেন
জল থই থই, স্মৃতিদের খোলা মাঠ ।


শশ্মানের বুকে গুঁড়ো সন্ধির ছাই
থমকে রয়েছে সমাসবদ্ধ রোড
চক ডাস্টার ফাঁকা ফাঁকা ক্লাসরুম
কেঁদে ফেরে আজও বিষন্ন ব্ল্যাকবোর্ড ।


এখন-
একটা পৃথিবী পিরামিড ছোঁয়া লাশ
নদীজল মাখে ডাকটিকিটের রঙ
ইতিহাস বুকে প্রত্নতত্ত্ব প্রেম
প্রয়োজন বাঁধে বিদগ্ধ ব্যাকরণ ।