কতদিন হয়ে গেল-দেখিনি তোমার মুখ
কতদিন হয়ে গেল-যাইনি তোমার পাড়া,
কতকথা, ভাঙামন জমে থাকে বিছানায়
জীবাণুর মতো হই আমিও ছন্নছাড়া।


কতদিন হয়ে গেল-মাঠে ঘাটে নেই প্রেম
কতদিন হয়ে গেল-ঘিরে থাকে শূন্যতা,
মহামারী ঝড়ে আজ ঝরে যায় সব ফুল
পৃথিবীর দেহজুড়ে কি ভীষন নীরবতা!


কতদিন হয়ে গেল-হাঁটিনি ব্যস্ত পথ
কতদিন হয়ে গেল-দু’হাত রাখিনি হাতে,
তাদের শরীর ভাঙে,আমাদের ভাঙে মন
এখন বিকেলে আর দাঁড়াই না ফুটপাতে।


কতদিন হয়ে গেল-আসেনি রাতের ঘুম
কতদিন দুধমেঘে আঁকিনি তোমার হাসি,
ভালো থেকো প্রিয় নদী, গলির শান্ত ভোর
জানি না আবার কবে হাঁটা হবে পাশাপাশি।