বসন্ত, তুমি থেকো আর কিছুদিন
আমার প্রেমিকা তোমাকে বড্ড চায়
কবিতার মতো বসে আছে দেখো সে
ঝরে পড়া রঙ, পলাশের বিছানায়।


বসন্ত, তুমি হঠাত্ই চলে যাবে!
শোনাবে না আর কোকিলের কূহুতান?
দখিনা বাতাস বলবে না চুপিচুপি -
নিঝুম দুপুরে আদর কুড়িয়ে আন।


বসন্ত, তুমি আঙিনায় এসে বসো
প্রেমিকার বুক হয়ে গেছে মরা ঘাস!
যত্নে একটু মুছে দিও কান্নাটা
ঠোঁটের শহরে রেখে যেও উচ্ছ্বাস।


বসন্ত, তুমি হাত রেখো কালো টিপে
ছুঁয়ে দিও তার স্নান ভেজা খোলা চুল
প্রেমিকাটা যদি যন্ত্রনা ছুঁয়ে থাকে
হয়ে যাই আমি নষ্ট কাগজ ফুল।