অনেক কথা রইলো বাকি
হয়তো কভু বলবো না,
একটা সময় রাখবো স্মৃতি
খবর নিতে আসবো না।


তুইও যাবি আমায় ছেড়ে
আবার আমার একলা ডুব,
বলবে না কেউ রাতের ফোনে-
হাত পা ব্যথা করছে খুব।


নতুন কারো হাত ধরে তুই
গুছিয়ে নিবি নিজের ঘর,
আবার আমি একলা হবো
আগের মতোই নামবে ঝড়!


তখন কি তুই ভুলেই যাবি
একটু মনে পড়বে না?
বাতাস হয়ে ছুঁয়েই যাবো
তোর আদরের মুখখানা।


কিংবা কভু বৃষ্টি হবো
ভিজিয়ে দেব খোঁপার চুল,
যে ভুলে তুই চলেই গেলি
দেখবি সেটা নয়তো ভুল।


ডাকবি সেদিন স্মৃতির ভিড়ে
দেখবি কতো অন্ধকার!
হাজার কথা থাকবে পড়ে
কথার মানুষ নেই তো আর।


যে মানুষের আবদারেতে
কাব্য কথা বলতি রোজ,
খুঁজলে হঠাত্ দেখবি সেদিন
সেই মানুষের নাই রে খোঁজ।


নেশার ভিড়ে থাকবো আমি
থাকবে পড়ে নষ্ট মন,
পরের জন্মে করবো না হয়
এই জনমের মূল্যায়ন।