সবাই বলে- মায়ের মতো
দেখতে আমি নাকি,
সেই কারনে মা যে আমার
দিয়েই গেল ফাঁকি!


নিথর দেহ ছিলো মায়ের
উঠোন জুড়ে রাখা,
বুঝিনি মা ফিরবে না আর
থাকতে হবে একা!


মনে পড়ে- মা মা বলে
মায়ের কাছে গেলাম,
বুকের দুদু খাবো বলে
কত্ত কেঁদেছিলাম!


ওরা সবাই চার দোলাতে
মাকে নিয়ে গেল,
শুধু মা আসেনি, সাঁঝের বেলা
সবাই ফিরে এল।


শেষ আগুনে হারিয়ে গেলে
ছোট্ট নদীর পাশে,
মাগো তোমায় বাবা আজও
বড্ড ভালোবাসে।


আজও তোমায় খুঁজি মাগো
মা বলি আর কাকে,
বড্ড একা করে গেলে
আমার বাবাটাকে।


কত্ত বছর হলো বাবা
আর করেনি বিয়ে,
লুকিয়ে কাঁদে আজও তোমার
ছবির কাছে গিয়ে।


তোমার শাড়ি গয়নাতে সব
জমেনি মা ধূলো,
যত্নে বাবা গুছিয়ে রাখে
তোমার স্মৃতিগুলো।


শেষ বিছানায় আমিও মাগো
ঘুমিয়ে যেদিন যাবো,
ঘুমের দেশের দরজা খুলেই
তোমার দেখা পাবো।


সেদিন স্নেহের আঁচল কোলে
রাখবো মাথাখানি,
আর কাঁদে না, মা যে আমার
বড্ড অভিমানী।