আগুন মেখে পথ পুড়েছে একা
কেউ আসে নি পথের খবর নিতে,
মনের বৃত্ত মুছেই গেছে কবে
প্রেম নেই আজ প্রেমের জ্যামিতিতে।


যাই না এখন গণিত পাড়ার বাড়ি
সূত্র কথাও নেই তো সমাধানে,
কথার মানুষ নিখোঁজ প্রতিদিনই
হয়তো কোথাও সুখেরই সন্ধানে!


সম্পাদ্য, ছেঁড়া পাতার ঘুড়ি
যায় না ছোঁয়া ত্রিকোনমিতির হাসি,
পরিমিতি, উৎপাদকের খাতা
তোমার মতোই হঠাৎ নিরুদ্দেশী!


যোগ বিয়োগের খেলছ খেলা আজও
কার হাত ছেড়ে হাঁটছ বা কার পাশে!
ত্রিভুজ ভেঙে একটা সমকোণে
আঁকতে তোমায় পারিনি কম্পাসে।