মেয়ে, তুই মা হলি কই ??
দেখ, তারা মা হয়ে গেছে কতকাল ।


তাদের সন্তানেরা বড়ো হয়
জোনাকির ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে  - সূর্যের সংগমে ।


তাদের সন্তানেরা চুরি হয়
কত সাগর হাতড়ানো লাল নীল নদীর পাড়ে ।


তাদের সন্তানেরা প্রনয় চায়
রাত বিছানার কামুক কাঁথায় ।


তাদের সন্তানেরা আকাশ খুঁড়তে জানে
জানে  - মাটির মূর্তি  ...
স্তম্ভের শরীরে প্রাণ ঢেলে দিতে ।


মেয়ে, তুই মা হয়েও মা হলি কই রে ??
তোকে মা হতে হবে
তবেই তো একটা নক্ষত্র এনে দেবে নতুন ভোর ।