ভালো থাকা সব চাঁদের শহরে চুপ
চুপকথাগুলো করে চলে অনশন।
জানলাটা খুলে হঠাৎ তাকিয়ে দেখি
রাতের আকাশে মেঘের বিজ্ঞাপন।


ইশারায় ডাকে বোবা এক মোবাইল
ছেঁড়া হেডফোন, চুরি হয়ে গেছে ঘুম।
নিরব দৃষ্টি ছুঁয়ে থাকে কতো রাত
মশারির ছাদে জোনাকির ক্লাসরুম।


বৃষ্টি মিছিলে মুখোশের কালি রঙ
ধুয়ে মুছে গেছে, স্পষ্ট হয়েছে মুখ।
বিছানায় পাশে মায়ের গন্ধ কই!
প্রেমিক করেছে অবাধ্য ফেসবুক।


চাই আরো চাই, চাওয়ার অন্ত নাই
হাজারো চিন্তা! অশান্ত এক ব্রেইন!
আমার মতোই পৃথিবীর মাথা জুড়ে
আঁকড়ে ধরেছে বিষাক্ত মাইগ্রেন!