মুখের ভিতর মুখ খুঁজে খুঁজে
হাঁড়িকাঠে পৌঁছে গেছে তোমার গর্দন
একটা দিনও বাকি নেই যেদিন -
রাত্রি নামার আগেই রাত্রি নামেনি
একটা রাতও বাকি নেই ...


মুখের ভিতর মুখ খুঁজে খুঁজে
শেষ মুখটাও দেখে ফেলেছে মৌন মৃত্যুকে
এখন সাধের মানবীর আঁশটে যৌনাঙ্গে গুঁজে দাও
শেষ বীর্যটুকু
তারপর এক পিরামিড অপেক্ষা ...


একটা নিরপেক্ষ হেরোডোটাসের মুখে আলো পড়লেই
তুমি নক্ষত্র হয়ে যাবে ...