কবিতার খাতা কেঁদে উঠে প্রতিরাতে
সুরের শরীরে তোমার গন্ধ থাকে
আঁচলের তলে বেঁধে রাখা স্বরলিপি
গান খোঁজে আজ শহরের আঁকেবাঁকে।


মনে পড়ে যদি অবেলার কোনো ক্ষনে
বেলাশেষে তুমি একটু খবর নিও
শরীরের ভাঁজে আদরের ছোঁয়া দিয়ে
মনের ছায়াতে আশ্রয়টুকু দিও।


আশ্রয়হীনা নিরব বর্ণমালা
চেয়ে থাকে কবে পূর্ণতা ফিরে পাবো!
তোমার কতটা যন্ত্রনা আছে বলো?
দুঃখ পোড়াতে দেশলাই হয়ে যাবো।


মুখোশের ভিড়ে চলে গেছে পথগুলো
হেঁটে গেছে সব স্বার্থের প্রয়োজনে!
তুমিই আমার একটাই প্রিয় মুখ
যাকে পোড়াই না আর বিষাক্ত নিকোটিনে।