কে বাজায় বাঁশী, সুরে বানভাসি
বারেবারে কাছে টানে,
চৌদ্দ বছর দূরে ছিলে কবি
ভীষন এক অভিমানে!


ষোড়শী প্রেয়সী সময়ের সাথে
বছর তিরিশ হলো,
একটা চিঠিতে জানালে তখন
প্রেমের গল্পগুলো।


অপেক্ষা শেষ, ফিরলে না তবু
কোথায় হারিয়ে গেলে!
অবশেষে কবি প্রেয়সী হিসেবে
প্রমীলাকে তুমি পেলে।


গভীর এক প্রেমে, মায়ার বাঁধনে
সংসারী হলে তুমি,
প্রমিলাও গেলো মৃত্যুর ঘুমে
জীবনটা মরুভূমি!


ছেলে বুলবুল, সেও তো হারালো
হৃদয়ে ভীষন ক্ষত!
হারানোর শোকে হয়ে গেলে তুমি
উদভ্রান্তের মতো।


এতো যন্ত্রণা, বিরহ বেদনা
কেমনে সয়েছ প্রিয়!
আরো যদি কিছু কান্নারা থাকে
আমার চোখেতে দিও।