নারীর জন্য কলম ধরলে বলে -
আমি শুধু তাদের কষ্ট দেখি,
পুরুষ নিয়ে যেই দু কলম লিখি
নারী বলে - সব পুরুষই একই।


নারী-পুরুষ কেউই বড়ো নয়
চাহিদাটাই একটু বেশি বাঁধে,
যন্ত্রনা কেউ গোপন করে রাখে
কেউ বা আবার লোক দেখিয়ে কাঁদে।


সব পুরুষই খারাপ যদি হবে
বাবা দাদাও পুরুষ মনে রেখো,
সব নারীদের খারাপ বলার আগে
মায়ের মুখে একটু চেয়ে দেখো।


হয়তো কিছু খারাপ অত্যাচারী
তার মানে কি সবাই খারাপ থাকে!
অবুঝের মতো চিৎকার করে তবে
দোষ কেন দাও সমগ্র জাতিটাকে!