প্রকৃতিটা কত সহ্য করবে
ভেঙে গেছে তার মন,
শরীর ভাঙছে ধীরে ধীরে এই
বিশ্ব উষ্ণায়ন।


যুবক পৃথিবী বৃদ্ধ হচ্ছে
মুখে সময়ের ছাপ,
কেড়ে নেবে সব সৃষ্টির মায়া
অস্থির অভিশাপ!


মেরুর বরফ গলে প্রতিক্ষনে
সাগরের বুকে জ্বর,
সুনামি ই এসে ভাঙবে পৃথিবী
বাড়বে জলস্তর।


কত পাখি আগে ডাকত যে রোজ
শালিখ চড়ুই কাক,
শুনেছি তাদের নষ্ট করেছে
মোবাইল নেটওয়ার্ক।


ওজনের স্তরও ভেঙে ভেঙে যায়
দেখে না টাইম-ডেট,
পৃথিবীতে আসে বিষাক্ত আলো
আল্ট্রা ভায়োলেট।


মানুষ ভেবেছে আমরাই সেরা
হাতের মুঠোয় রোদ,
তবু কত অসহায়, যতবার আসে
প্রকৃতির প্রতিশোধ।


পৃথিবীটা সেই ঘুরেই চলেছে
সহস্র কোটি সাল,
একদিন এসে গিলে খাবে সব
অনন্ত মহাকাল।