পড়ে গেছি কাল সন্ধ্যার প্রেমে আমি
তাই তো রাতটা কবিতার মতো লাগে,
বুকের দরজা খুলেছিলো জলতারা
ডেকেছিলো পাখি চাঁদ ঘুমোবার আগে।


ডাহুক ডেকেছে হিসেবের খাতা খুলে
মাঠের শিয়রে পৃথিবীর ভাঙা খাঁচা,
নাকছাবি নীল সাগর কুড়িয়ে নিলে
ছুঁয়ে যাবো আমি সন্ধ্যার লাউমাচা।


সেখানেই এক শূন্য লুকিয়ে থাকে
ঈশ্বর অথবা বিগব্যং ভালোবাসা,
মাচা থেকে জল টুপটাপ ঝরে গেলে
বুঝে নেয় রাতও - কংসাবতীর ভাষা।


দু'চোখ বেঁধেছে সন্ধ্যের আলোছায়া
লাউমাচা বাঁধে - মহাকাশ ছেঁড়া দাবী,
দুধেল কাফনে কাদের ওই মৃতদেহ
কেঁদে ফেরে আজও নেবুলার নাকছাবি।