একটা নদী গল্প লেখে আজ
একটা সাগর নদীর অপেক্ষায়,
ঢেউ জলেরই আদর মেখে মন
সেই নদীটা সাগর হতে চায়।


সাগর জানে বিকেল নেমে এলে
সাত সকালের ভেঙেই যাবে মন,
উড়ে যাওয়া হাজার পাখির দল
ঘরে ফেরার করবে আয়োজন।


একটা নদীর গল্প লেখা হলে
সাগর এসে বাঁধবে শেষের গান,
হঠাৎ যদি আঁধার নেমে আসে
ভাঙবে না আর ভোরের অভিমান।