কথার ভিড়ে হারায় কথা রোজই
অনেক কথা হয় নি তবু বলা
কথার মানুষ নিখোঁজ প্রতিদিনই
পাশে থেকেও একলাটি পথ চলা।


একলা আমি, ভীষন একা একা!
তোমায় খুঁজি বদ্ধ ঘরের কোণে
এই তো আমি তোমার পাশে, তবু
হাসবে তুমি আমার বিসর্জনে!


অপেক্ষাতেই বছর কেটে যাবে
দিন ফুরোবে, রাত্রি যাবে বয়ে
সেদিনও ঠিক তোমার ভালোবাসায়
জ্বলবো আমি সন্ধ্যে প্রদীপ হয়ে।


কতদূরে থাকবে আমায় ছেড়ে!
যেখানে যাও, তোমার সাথেই যাবো
তোমার মতো এমন এক ঈশ্বরী
এই পৃথিবীর কোথায় খুঁজে পাবো!


খুঁজবো কোথায়, কোন শহরের বুকে
কেউ কি নেবে স্মৃতির ভাড়া বাড়ি!
একটু আদর তুমিই দিতে পারো
চাইলেই তো হয় না ছাড়াছাড়ি।


একদিন এসে করবে ডাকাডাকি
হাজার ডাকেও ঘুম না ভাঙে যদি!
আকাশটাকেই ডেকে সেদিন বলো-
আমিই ছিলাম তোমার প্রিয় নদী।