ঘুম নেই,
ঘরের ভিতর কোনো ঘুম নেই ...
নেই বলেই -
বৃষ্টির ফোঁটার মতো জেগে ওঠে মিছিলের ঘাম


মোমবাতি জ্বলুক জন্মদিন কিংবা শোকযাত্রায়
হাঁটো ... তোমরা হাঁটতেই থাকো ...
কামার্ত ক্যামেরার ফ্ল্যাশে বন্দী হোক -
ক্যাঙারু স্বপ্ন, কামরাঙা মুখ ...


গড্ডালিকায় গা ভাসানো স্বভাব, থাকুক
কারন ঘরের ভিতর কোনো ঘুম নেই
কিছুটা অকারন জেগে থাকা সস্তার শহরে শহরে ...


এবার একটু ঘুমোতে শেখো
মিছিলের শরীর থেকে ঘাম মুছে একটু ঘুমোতে শেখো