কান্নারা নিভে আসে প্রদীপের মতো
রাত্রিরা কিছু ঘুম, দিয়ে গেছে ধার।
আয়নার মতো আছি কি ভীষণ ভালো!
ইনস্টাতে কমে গেছে এক ফলোয়ার।


কমে গেছে যন্ত্রণা, গন্ধেরা নেই
বাতাসের বুকে আজ জোনাকির ঘ্রাণ।
বৃষ্টিতে ছুঁয়ে দেখি তারিখের ঘর
এই সবে শেষ হলো শ্রাবণের স্নান।


নিঃশেষ চাহিদাতে কবিতারা থাক
হাতে বাঁধা লালসুতো, লাল মেঘে লীন।
এই তো উঠবে ঝড়! কি দারুণ হবে!
উড়ে যাবে বুকে বাঁধা ছেঁড়া পলিথিন।


উড়ে গেছে রাতঘুমে মুখোমুখি খেলা
ডিপ্রেশন আর ব্যথা অনেকটা দূর।
ফড়িঙের হাসিমুখ, কি গভীর জল!
আজ প্রেমিক করেছে ওই পদ্মপুকুর।